সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত

মোরেলগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি :  নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২-(২৩-২৯) জুলাই উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ২০২২-উদযাপন কমিটি মোরেলগঞ্জ,বাগেরহাট এর আয়োজনে শনিবার ২৩ জুলাই মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার  রায় বলেন, ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার  রায়ের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন সহ প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS