শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে ড্রেন থেকে এক যুবকের লাঁশ উদ্ধার

রাজশাহীতে ড্রেন থেকে এক যুবকের লাঁশ উদ্ধার

কাজী এনায়েত, সিনিয়র রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহী মহানগরীতে অজ্ঞাত এক যুবকের লাঁশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর সপুরা ম্যাচ ফ্যাক্টরি রোড় এলাকায় ঈদগা মাঠের পাশের ড্রেনের ভেতর থেকে লাঁশটি উদ্ধার করে।

মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে একদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ড্রেনের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় এখন একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares