শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পত্নীতলায় জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

পত্নীতলায় জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় উপজেলা কবি পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় পত্নীতলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় নজিপুর বাসস্ট্যান্ডে উক্ত আলোচনা সভায় কবির জীবন ও সাহিত্য কর্মের উপর মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা কবি পরিষদের সভাপতি কবি গুলজার রহমান, উপজেলা কবি পরিষদের সিনিয়র সহসভাপতি ও পতœীতলা প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান, উপজেলা কবি পরিষদের সাধারণ সম্পাদক ও পতœীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, উপজেলা কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি ছানাউল হোসাইন প্রমুখ। আলোচনা শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা লাইব্রেরীয়ান মাও. মোহা. মাসুদ আলী।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS