বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে বোষ্টার ডোজ গ্রহনের জন্য সচেতনতা মূলক মাইকিং

মোহনপুরে বোষ্টার ডোজ গ্রহনের জন্য সচেতনতা মূলক মাইকিং

মোহনপুর প্রতিনিধি  রাজশাহী   মোহনপুরে বোষ্টার ডোজ গ্রহনের জন্য সচেতনতা মূলক মাইকিং দি হাঙ্গার প্রজেক্ট বাস্তবায়নে ইউনিসেফ এর সহযোগীতায় ছয়টি ইউনিয়ন,ধুরইল,ঘাসিগ্রাম,রায়ঘাটি,মেৌগাছি,বাকশিমইল,জাহানাবাদ ও কেশরহাট পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে বোষ্টার ডোজ সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসাধারণ কে  উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচারোভিযান মাইকিং হচ্ছে,যেন জনসাধারণ যেন করোনার বোষ্টার ডোজ গ্রহন করেন, প্রতিদিন একটি ইউনিয়নে প্রতিটি গ্রামে সারাদিন ব্যাপি প্রচারোভিযান কার্যক্রম চলছে যা ৫ জুন শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলমান থাকবে….

১২৯ বার ভিউ হয়েছে
0Shares