বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক-ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সকাল ১০ টায় ধামইরহাট ভবনে নওগাঁ জেলা কৃষকলীগের সম্মেলনকে সফল করতে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক আবদুল ওয়াহাব। প্রধান অতিথি শ্রীঘ্রই সকল ওয়ার্ড ও ইউনিয়ন কৃষকলীগের কমিটি সম্পন্ন করে উপজেলা কৃষকলীগের সম্মেলনের প্রস্তুতির আহবান জানান। এ সময় জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সম্পাদক আলহাজ্ব জহরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, জেলা কৃষকলীগ নেত্রী নাসিমা আকতার, সুরাইয়া আকতার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ইসলাম, আবু জায়েদ রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares