মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
দাগনভূঞায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু

দাগনভূঞায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু

আবদুল্লাহ আল মামুন: দাগনভূঞায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিশুদের ভিটামিন খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি। এসময় পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সালেহ উদ্দিন আকবর ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,স্বাস্থ্যকর্মীরা ও সাংবাদিক  উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দাগনভূঞাতে ১৫ জুন থেকে ১৯ জুন দুই ক্যাটাগরিতে প্রায় ৫৫ হাজার ৮শ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের ৬ হাজার ৭শ ৯১ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের প্রায় ৪৯ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলায় এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ স্বেচ্ছাসেবীরা।
১১৭ বার ভিউ হয়েছে
0Shares