বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর বিভিন্ন পৌরসভায় প্রকল্পর অর্থ লুট করা হলেও একটিতে দুদকের অভিযান

রাজশাহীর বিভিন্ন পৌরসভায় প্রকল্পর অর্থ লুট করা হলেও একটিতে দুদকের অভিযান

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী জেলার বিভিন্ন পৌরসভা গুলোতে বিদেশে ও দেশীয় কোটি কোটি টাকার প্রকল্পের অর্থ লুটপাট করা হলেও শুধুমাত্র জেলার বাঘা পৌরসভার মেয়র মোঃ আবদুর রাজ্জাক ও প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে ভুয়া প্রকল্প প্রস্তুত করে জালিয়াতির মাধ্যমে পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করেছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আামির হোসাইনের নেতৃত্বে এবং উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম রবিবার একটি অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভা কার্যলয়ে মেয়র, সচিব, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌরসভার প্রকৌশলীকে নিয়ে তারা বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। দুর্নীতি দমন টিম বাঘা পৌরসভার কার্যালয় হতে পৌরসভার আওতাধীন অভিযোগ সংশ্লিষ্ট কদমতলা ডব্লিউ বিএম দ্বারা রাস্তা উন্নতি করণ প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। টিম রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবেন বলেও উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান।

১০৬ বার ভিউ হয়েছে
0Shares