শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে ২টি বিদেশী পিস্তলসহ আটক- ১

রাজশাহীতে ২টি বিদেশী পিস্তলসহ আটক- ১

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৮ জুন সন্ধ্যা সারে ০৭. ৩০ টার সময় নাটোর জেলার পশ্চিম বনবেল ঘড়িয়া বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ২টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এসময় তার কাছে থেকে ২টি ম্যাগজিন ও ০২ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।

আটককৃত আসামি, রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন আলিফ লাম মিম ভাটার মোড় এলাকার মোঃ কেতাব আলীর ছেলে মোঃ রজন আলী (২৩)।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন ব্যাক্তি অবৈধ অস্ত্র নিয়ে বানেশ্বর থেকে বাস যোগে পাবনার পাবনার উদ্দেশ্যে যাবে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাসে চেকপোষ্ট স্থাপন করে মেহেদী পরিবহণের বাসে তল্লাশী চালিয়ে সন্দেহভাজন ০১ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যমতে বাস হতে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে, নাটোর সদর থানায় ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯(অ)/১৯ভ ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares