শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ভালা জেলা আওয়ামী লীগের সভাপতি মজনু, সম্পাদক বিপ্লব

 

ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সরকারী স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফজলুল কাদের মজনু মোল্লা সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।

সম্মেলনের প্রধান অতিথি ‍হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহন্মেদ এমপি বক্তব্য রাখেন।

ভিডিও কনফারেন্সে সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, এ্যাড. ইউছুফ হোসেন হুমায়ুন, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, ড.শান্মী আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নুরনবী চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে নবনির্বাচিত সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS