রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত

সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত

১৫৬ Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ তৈরিতে গত শনিবার নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের মিলন মেলা। সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের আয়োজনে মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে ই আলম সিদ্দিকী। ড্রিম প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মিলন মেলার আলোচনা পর্বে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ঢাকা প্রতিদিনের সৈয়দপুর প্রতিনিধি ও নীলফামারী চিত্রের নির্বাহী সম্পাদক মোঃ শাহিদুল সরকার দুলাল, জাতীয় দৈনিক আশ্রয়ন প্রতিদিনের সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি, জাগো রংপুর এর বিশেষ প্রতিনিধি ও নীলফামারী চিত্রের বার্তা সম্পাদক কে এম শাহজাহান আলী সরকার ও সাংবাদিক এম আর আলম ঝন্টু। সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রতিভার বিকাশ, মার্কেটিংসহ উদ্যোক্তার হওয়ার গল্প শোনান ৩৭জন উদ্যোক্তা। উদ্যোক্তারা হলেন- মোস্তাফিজা হোসেন শিলা, শাম্মী, রুনা রহমান, মুনতাহা জান্নাত, নাজমুন নাহার, পাখি মনি, রিমা আক্তার, সোহেল রানা, কেএম শাহজাহান আলী সরকার, সিফাত এনাম, রিতা মন্ডল, মাহফুজা বেগম, ফরিদা ইয়াসমিন, নাজনীন, মোছাঃ ফারহাত পারভীন, মোঃ ইয়াছিন আরাফাত, শেলী, তারান্নুম নাজ, শাহানাজ আক্তার, জ্যোৎ¯œা খাতুন, কানিজ ফাতেমা, মোঃ রাসেল, খুরশিদ আলম, সাজিয়া জাফরিন, মেহেরুন নেসা, রুপ নাহার বেগম, ড. মোঃ মোসফেক উল হাসান, কাকলী খান, জান্নাতি, নাসরিন, আখি, সানজিদা পারভীন, দেলোয়ারা বেগম বেলী, নাজমীন নাহার, নুরুন নাহার, রাজিয়া খাতুন, সাথী শাহ। আশরাফুল হক লিপটন ও বিথি ইসলামের সহযোগীতায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম। সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম বলেন, উদ্যোক্তাদের পরিচয় করি দেয়া, তাদের পণ্যের বাজারজাত এবং বিপণনের ক্ষেত্রে এই মিলন মেলা বিশেষ ভুমিকা পালন করবে। পরে সকল উদ্যোক্তাদের সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের মাধ্যমে সম্মামনা স্মারকে ভ‚ষিত করা হয়।

Share This