সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় মাছের পুকুরে বিষ প্রয়োগ, মারা গেছে ৬ হাজার কেজি মাছ 

তেঁতুলিয়ায় মাছের পুকুরে বিষ প্রয়োগ, মারা গেছে ৬ হাজার কেজি মাছ 

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :  তেঁতুলিয়া উপজেলার যোগীগঞ্জ এলাকায় একটি মাছের পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা৷ এতে মারা গেছে প্রায় ৬ হাজার কেজি মাছ। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার অধিক বলছে সংশ্লিষ্টরা। বুধবার রাত থেকে পুকুরে মারা যেতে থাকে মাছ গুলো , আস্তে আস্তে পুকুরে ভেসে উঠতে থাকে মাছ।
বৃহস্পতিবার (২৭ জুন) সরজমিনে গিয়ে দেখা যায়, পুকুরে ভাসছে মরা মাছ, একটু পর পর মাছগুলো জড়ানো হচ্ছে, প্রতি কেজি মরা মাছ ৩০ টাকায় বিক্রি করছে তারা।উক্ত পুকুর সহ কয়েকটি পুকুরে ৪ জন ব্যাক্তি মিলে মাছ চাষ করে আসছে ৭ বছর থেকে।
পুকুরের অংশীদার নুরুজ্জামান লিটন বলেন, বুধবার রাত  ৮  টার দিকে আমরা টের পাই পুকুরে মাছ মারা যাচ্ছে, পরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বুঝতে পারি, পরে কিছু বিষ আমরা খুজে পাই । আমরা মৎস্য অফিসকে জানিয়েছি, তারা এসেছে। আমরা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে পুলিশ  এসেছিলো ঘটনা স্থলে তারা দেখে গেছে ।  আমরা এটির তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এতে আমাদের ১০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান বলেন,  খবর পেয়ে আমরা পুকুর পরিদর্শন করেছি। বিষক্রিয়ার কারণেই মাছ গুলো মারা গেছে আমরা ধারণা করছি।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS