শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরের মধ্যপাড়ায় শিক্ষক ইলিয়াস আলীর দাফন সম্পন্ন : উপজেলা শিক্ষা পরিবারের শোক

পার্বতীপুরের মধ্যপাড়ায় শিক্ষক ইলিয়াস আলীর দাফন সম্পন্ন : উপজেলা শিক্ষা পরিবারের শোক

খন্দকার সুদীপ্ত রহমান  – দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া পলিপাড়ার বাসিন্দা ও  উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস আলী শাহ এর দাফন শনিবার রাত দশ টায় সম্পন্ন হয়েছে। ১৫ ই জুন শনিবার ভোরে  ইলিয়াস আলী শাহ অসুস্থ বোধ করলে  তাৎক্ষনিক রংপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।  মৃত্যু কালে  স্ত্রী  তিন কন্যা এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী বন্ধু বান্ধব রেখে গেছেন এ সময় তাঁর  বয়স হয়েছিল প্রায় ৫১ বছর।   সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াস মাস্টার শিক্ষকতার পাশাপাশি এক সময় বিভিন্ন   ব্যাবসার সঙ্গে জড়িত  থাকার কারণে   এলাকায়  প্রতিষ্ঠিত ব্যবসায়ি হিসেবে পরিচিতি লাভ করেছেন।  তাঁর  অকাল মৃত্যুতে পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিস   থেকে শোক বার্তায় শিক্ষা পরিবারের সকল কর্মকর্তা শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর ভাবে শোকাভিভুত পরিবারকে সমবেদনা এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মরহুমের জানাযার নামাজে শিক্ষক ব্যবসায়ী সহ  বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শত মানুষ শরিক হয়েছিল। তাঁর আকর্ষিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares