শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

বীরগঞ্জ সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আয়োজনে সোমবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল এটিএমএ মতিন। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়, বীরগঞ্জ মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত কর্পোরল মোঃ আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামসুল আলম, মোঃ মাজেদ, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম বুলু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল বাসেদ প্রমুখ।

৬১ বার ভিউ হয়েছে
0Shares