শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিয়ে হয়েছে কিন্তু টাকার অভাবে কাবিন না হওয়া অসহায় পরিবার পেলেন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির অনুদান

বিয়ে হয়েছে কিন্তু টাকার অভাবে কাবিন না হওয়া অসহায় পরিবার পেলেন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির অনুদান

ফারুক হাসান কাহার, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউপির তালগাছিতে গত রোজার ঈদে ইমা নামের একটি অসহায় মেয়ের বিয়ে হয়েছে কিন্তু  টাকার অভাবে কাবিন হয়নি এমন সংবাদ ইংরেজি পত্রিকা দ্যা নিউ নেশান এর সাংবাদিক মোঃ রওশন আলম এর ফেসবুক পেজে গত ১১ জুন ২০২৪ মঙ্গলবার রাতে সাহায্যের জন্য আবেদন জানালে অনেকেই মেয়েটিকে  সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করেন।  পরে একজন সহৃদয়বান দানশীল নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিয়ে বাবদ যাবতীয় টাকা প্রদানের আশ্বাস প্রদান করলে তৎক্ষণাৎ ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হয় টাকার ব্যবস্থা হয়েছে আপনাদের আর টাকা দিতে হবে না । তারই পরিপ্রেক্ষিতে পরের দিন মেয়েটির বাড়িতে বিয়ে বাবদ কত টাকা লাগবে  জানতে চাইলে মেয়ের পরিবার থেকে ৩০ হাজার টাকার কথা জানান। গত ১২ জুন ২০২৪ বুধবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক দানশীল ব্যক্তির মেসেঞ্জারে টাকার পরিমাণের কথা জানালে তিনি  ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার সকালে  ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করেন। বিষয়টি শাহজাদপুর উপজেলা  নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান কে অবহিত করলে তিনি অত্যন্ত খুশি হন । ১৬ জুন ২০২৪ রবিবার  দুপুরে  তালগাছি বিসমিল্লাহ স্পোকেন এন্ড আইইএলটিএস এডুকেশন সেন্টারে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে  মেয়েটির কাবিননামা সম্পন্ন করা হয়  সেই দানের ৩০০০০ টাকা মেয়েটির পরিবারের কাছে হস্তান্ত করা হয় । সামাজিক এমন কর্মকান্ডে উপজেলা নির্বাহী অফিসার তার ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় মেয়েটির পরিবারকে ৫,০০০ টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালগাছি গ্রামের প্রধান আলহাজ্ব মো: আবুল হোসেন , বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রফিকুল আলম , কাজী জাহাঙ্গীর আলম ,  এন্তাজ আলী ওয়েল মিলস এর  ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম , দৈনিক ভোরের কাগজ পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো:  আব্দুল কুদ্দুস ,  দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো:  আমিরুল ইসলাম । অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন  ইংরেজি পত্রিকা দা নিউ ন্যাশনের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি এবং তালগাছি বিসমিল্লাহ স্পোকেন এন্ড  আইএলটিএস এডুকেশন সেন্টার এর পরিচালক মোঃ রওশন আলম প্রমুখ।

৩০ বার ভিউ হয়েছে
0Shares