বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।

মোঃহারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।।

ঈদকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
কিশোরগ্যাং ও বেপরোয়া চালকদের সড়ক দুর্ঘটনা রোধে এ অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি।
গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী তালোড়া- দুপচাঁচিয়া রোডসহ বিভিন্ন স্থানে এই অভিযান চলে।

দিনব্যাপী এই অভিযানে ড্রাইভিং লাইসেন্স সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সর্ব মোট ৬ জনের কাছ থেকে ৩ (তিন) হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান অফিস সহকারী কাম পেশকার মোঃ জিল্লুর রহমান।

দুপচাঁচিয়া থানা পুলিশসহ স্থানীয় গ্রাম পুলিশ অভিযানকালীন সময়ে সার্বিক সহযোগিতা করেন। ঈদ ও ঈদ পরবর্তী সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS