বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান  মাদ্রাসা প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।।

বগুড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ বগুড়া জেলার সকল মাদ্রাসা প্রধানদের  তিন দিনের প্রশিক্ষণ বগুড়া টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

নতুন শিক্ষাকারিকুলাম সারাদেশে বাস্তবায়নের লক্ষ্যে সকল প্রতিষ্ঠানের প্রধানদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া জেলার বারটি উপজেলার ১৭০০ জনের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩৩৭ জনের প্রশিক্ষণ হয়েছেন প্রথম ব্যাচে ।

দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ হয়েছেন ৩২৯ জনের। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে ৩১১ জন প্রতিষ্ঠান প্রধানদের।

পর্যায়ক্রমে আরও দুটি ব্যাসে শিক্ষক প্রশিক্ষণ  চলমান রয়েছেন।

প্রশিক্ষণ সমাপনীতে জেলা শিক্ষা অফিসার বগুড়া জনাব হযরত আলীরর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম।

কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব তখনি হবে যখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সচেতন হলেই এটি সম্ভব। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষাকারিকুলাম বাস্তবায়ন করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছেন। যার ফলশ্রুতিতেই আপনাদের আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

মাদ্রাসার প্রিন্সিপাল এবং সুপারগনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নতুন কারিকুলাম বাস্তবায়ন করার জন্য।

বগুড়া জেলার ১২ টি উপজেলার একাডেমিক সুপারভাইজার গন  কোচ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বি এম সাজ্জাদুল ইসলাম বগুড়া জেলা শিক্ষা অফিসের কর্মরত স্টাফ প্রশিক্ষণে সাপোর্ট স্টাফ হিসাবে দায়িত্ব পালন করছেন।

১৪৯ বার ভিউ হয়েছে
0Shares