বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কালাই রাজবাটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ৪জন অভিভাবক সদস‍্য নির্বাচিত।।

কালাই রাজবাটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ৪জন অভিভাবক সদস‍্য নির্বাচিত।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার কাহালু উপজেলার কালায় রাজবাড়ী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবকের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে কাহালু উপজেলা সমাজসেবা অফিসার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

কালাই রাজবাড়ী দাখিল মাদ্রাসার অভিভাবকদের নির্বাচনের অংশগ্রহণকারীদের মধ‍্যো থেকে মোঃ রবিউল ইসলাম খন্দকার চেয়ার প্রতীক তিনি ৮৯ভোট পেয়ে নির্বাচিত হন। আবু তাহের ঘড়ি প্রতীক তিনি ৬২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোঃ শাহজাহান আলী সিলিং ফ্যান প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে তিনি তৃতীয় হয়েছেন। অপরদিকে এবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিভাবকদের মধ্যে মোঃ আব্দুস সালাম মিন্টু ৩২ ভোট পেয়ে ৪ জন অভিভাবক সদস‍্য নির্বাচিত হলেন।

উক্ত মাদ্রাসার সুপার হিসেবে মোহাম্মাদ শামসুল আলম দায়িত্ব পালন  করছেন। তিনি চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
৯৪ বার ভিউ হয়েছে
0Shares