রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরের দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে ৬১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

পার্বতীপুরের দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে ৬১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

আতাউর রহমান। পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি ; পার্বতীপুর উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ১২২ রোগী ও রোগীর স্বজনদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা খাতুন। এতে সভাপতিত্ব করেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। সমাজসেবা কর্মকর্তা বলেন ২০২৪ সালের নিয়মিত ৯৬ জন রোগী ও প্রতি স্থাপিত ২৬ স্বজনের মাঝে বিতরন কৃত মোট অর্থের পরিমাণ ৬১ লাখ টাকা।

২৮ বার ভিউ হয়েছে
0Shares