মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঘোড়াঘাট উপজেলায় চাউলের গোডাউনে ট্রাকযোগে দূর্ধর্ষ ডাকাতি

ঘোড়াঘাট উপজেলায় চাউলের গোডাউনে ট্রাকযোগে দূর্ধর্ষ ডাকাতি

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলায় চালের গোডাউনে ট্রাকযোগে দূর্ধর্ষ ডাকাতি থানায় অভিযোগ। ঘোড়াঘাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ঘোড়াঘাট উপজেলার চাটশাল গ্রামের আজগর আলীর ছেলে আতাউর রহমান তার বগুড়া দিনাজপুর সড়কে শৌলা নামক স্থানে রাত ৮টায় চালের গোডাউন বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন সকালে এসে জনগণের মুখে শুনে ও দেখে যে, ৮-১০ জনের অজ্ঞাতনামা কালো মুখোশ পরা একদল ডাকাত তার চালের গোডাউনে দরজার তালা ভেঙ্গে ট্রাক যোগে ৫০ কেজি ওজনের ২’শ ১৩ বস্তা চাল নিয়ে গেছে। যার মূল্য ১১ লাখ ৯২ হাজার টাকা। এ ব্যাপারে আতাউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় অভিযোগ দিয়েছে। এ বিয়য়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচাস মোঃ আসাদুজ্জামান জানান অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘোড়াঘাট উপজেলায় আইন শৃঙ্গলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares