শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উলাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে নাম খারিজের অভিযোগ

উলাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে নাম খারিজের অভিযোগ

আঃ মান্নান শার্শা (যশোর) থেকে \ যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিদুল ইসলামের বিরুদ্ধে ৩০ হাজার টাকার বিনিময়ে ভূয়া দলিল নাম খারিজ করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ বাদী আফজাল হোসেন জানান, ৯৯নং মাটিপুকুর মৌজার ৮২৫নং খতিয়ানের দাগ নং ৫৫৬, জমির পরিমান ১৬ শতক কবলা মূলে খরিদ করার পর গত ২০২৩ সালে নাম খারিজ করেন নিজ নামে। যাহার কেস নং ৩৪০২/৯-১/২০০২-২৩। কিন্ত বিবাদী রাহাতুল­া পিং বকতুল­া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিদুলকে ৩০ হাজার টাকার বিনিময়ে আমার খরিদ কৃত জমির একই মৌজার একই খতিয়ান ও দাগের ১৬ শতক জমি তঞ্চকিপূর্ণ ও ভূয়া কাগজপত্রের মাধ্যমে নাম খারিজ করে। যাহার কেস নং- ৬৭৭৪/৯-১/২০০২-২৩। বাদী আফজাল হোসেন এ প্রতিনিধিকে এক স্বাক্ষাতকারে জানান গত মাঠ জরিপের সময় মা জহিরন নছোর মোট জমি ছিল ৬৪ শতক। জরিপ চলাকালে জহিরন নেছার নামে ১৩.৮০ শতক জমি রের্কড হয়। অবশিষ্ট ৫১ শতক জমি ২০ শতক জমি অংশ মোতাবেক .১৭ শতক হারে আফজাল হোসেন, লুৎফর রহমান ও মোশারফকে কবলা মূলে লিখে দেন। গত ২০০৭ সালে রেকর্ড অনুযায়ী মায়ের অংশের অবশিষ্ট ০৮ শতক জমি মা জহিরন নেছা আফজাল হোসেনকে লিখে দেয়। লুৎফর ও মোশারফের অত্যাচারে মায়ের অংশের ২৭ শতক জমি জোর পূবর্ক দলিল মূলে লিখে দিতে বাধ্য হয়। আফজাল হোসেন একই দাগের একই খতিয়ানের ০৮ শতক জমি ভাই লুৎফর রহমানের নিকট থেকে কবলা মুলে খরিদ করে। বিবাদী লুৎফর রহমান ও মোশারফ মাটিপুকুর গ্রামের দলিল হোসেন এর মাধ্যমে একটি হেবা ঘোষনা পত্র নং ৬৯৮৩ ক্রমিক নং ৬৯৯৩, ১২ শতক জমির মধ্যে ০৮ শতক জমি উলাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে নাম খারিজ করেন। পরিবর্তিতে আফজাল হোসেনর আবেদনের প্রেক্ষিতে নাম খারিজটি বাতিল করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। আফজাল হোসেনের ভাই রাহাতুল­া, লুৎফর রহমান ও মোশারফ হোসেন উলাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিদুল ইসলামের কুপরামর্শে আফজাল হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হয়রানি মূলক ভূয়া ও তঞ্চকিপূর্ণ একটি মিথ্যা মামলা দায়ের করছে। এ ব্যাপারে উলাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিদুল ইসলামের নিকট ৩০ হাজার টাকা উৎকোচ নিয়ে নাম খারিজ করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি সঠিক নয়।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS