সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, জানান, গত ২০ ডিসেম্বর জেলার শিবগঞ্জ থানার সীমান্তবর্তী সোনামসজিদ ও চকপাড়া দিয়ে ভারত থেকে ২টি বড়ধরনের অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে বলে তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যে নিশ্চিত ছিল। তার মধ্যে ওই রাত সাড়ে ৭টার দিকে সোনা মসজিদ বিওপির সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অত্র ব্যাটালিয়নের উ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েসের নেতৃত্বে একটি চৌকষ দল সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে কয়লাবাড়ি বিজিবি ভেহিক্যাল স্কানার চেকপোষ্ট এলাকায় গাড়ি(সিএনজি)তল্লাশীকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে রুলি বেগম(৩০)এর নিকট থেকে একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তুল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই রাত ৮টা ১০মিনিটের দিকে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে অপর চালানটি প্রবেশের সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে ওৎ পেতে থাকা একটি চৌকষ দল সীমান্ত পিলার ১৮২/৬ এস হতে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ঊনিশবিঘি নামক স্থানে আমবাগানে চোরা কারবারিদের চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। ওই সময় টহলদল বস্তাটি তল্লাশী করে ৬টি বিদেশী পিস্তুল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তুলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেন্সিডিল পায়। অভিযানে আটককৃত আসামী ও উদ্ধাকৃত অস্ত্র এবং গুলির বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি জানান। ব্রিফিংকালে রাজশাহী সেক্টোর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন(৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

 

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS