সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে স্বাস্থ্যবিধি ও দাতের যত্ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে স্বাস্থ্যবিধি ও দাতের যত্ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 রবিউল হক  , ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গ্রামীণ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে মৌখিক স্বাস্থ্যবিধি ও দাঁতের যত্নের প্রচারণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬শে মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘ওয়ার্কশপ অন প্রমোশন অব ওরাল হাইজিন এন্ড ডেন্টাল কেয়ার অ্যাট প্রাইমারী স্কুল ইন রুরাল লেভেল’ অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নির্দেশনায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাহিদা তাসনিম হিমি প্রমুখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS