শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 ডোমারে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ।

 ডোমারে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ।

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “আগামীতে নিজকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই নভেম্বর) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনামূলক র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান নোবেল প্রমূখ।

পরে, হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, কর্মকর্তা ও কর্মচারী সহ ডায়াবেটিস রোগীদের উপস্থিতিতে সচেতনতা মূলক ভিডিওচিত্র প্রদর্শন করানো হয়।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS