শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে শিশু শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সৈয়দপুরে শিশু শ্রমিকের রহস্যজনক মৃত্যু

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি :; নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলার, কামারপুকুর ইউনিয়নের তোকদার পাড়া সংলগ্ন একটি প্রস্তাবিত এ্যালুমিনিয়িাম কোম্পানীর ভিতরে কাজ করার সময় নিপো নামের ১৬ বছর বয়সী এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ৮ তারিখ সকাল ১০ টার সময় এই দূর্ঘটনা ঘটে। সূত্র জানায়, ওই ইউনিয়নের অসুরখাই গ্রামের ছালুয়া পাড়ার সুপারি ব্যবসায়ী ও ওই এলাকায় ভাই ভাই ইট ভাটার স্বত্ত¡াধিকারী মোঃ নাজমুল হক প্রায় ১ বছর ধরে উল্লেখিত এ্যালুমিনিয়িাম কোম্পানীটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে চেষ্টা চালিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত ওই কোম্পানীর নাম নির্ধারণ করেন নি। কিন্তু তিনি কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই কোম্পানিতে শ্রমিক দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী কিশামত এলাকার বাগডোকরা গ্রামের মোঃ মোকছেদুল ইসলামের পুত্র নিপো ১৬ কে দিয়ে ঘটনার দিন তিনি কাজ করাচ্ছিলেন। কাজ করার সময় কারখানার ভিতরে কারখানার উত্তর দিকের প্রাচীরের কোল ঘেষে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার জড়িয়ে বৈদ্যুতিক স্পর্শ হয়ে গুরুতর আহত হয় শিশু শ্রমিক নিপো। আহত হবার পরপর তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রæত রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন । সে অনুযায়ী রংপুর মেডিকেলে নেওয়ার পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সরেজমিন গত ১০ অক্টোবর ওই কারখানার সামনে গিয়ে নাজমুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি কোম্পানীতে থাকা সত্তে¡ও এ প্রতিনিধির সাথে কথা বলতে রাজী হয় নি। অপরদিকে নিহত নিপোর বাড়িতে গিয়ে তার পিতা-মাতা ও ভাইদের সাথে কথা হলে তারা বলেন, আমরা গরীব অসহায় আমাদের করার কিছু নাই, বিচার দিলাম আল্লাহর উপরে।

২৯৬ বার ভিউ হয়েছে
0Shares