শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে কলা গাছের সাথে শত্রæতা

মধুখালীতে কলা গাছের সাথে শত্রæতা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৬ মে ২০২৪খ্রি. রোববারঃ ফরিদপুরের মধুখালীতে ব্যাক্তিগত শত্রæতার আক্রশ মিটাতে না পেরে কলা গাছের সাথে মত্রæতা মিটাতে গিয়ে বেশ কিছু কলা গাছ কর্তন করেছেন প্রতিপক্ষ ।
মোঃ মুন্না ফকিরের মধুখালী থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার মেগচামী ইউনিয়নের চরমেগচামী গ্রামের দুলাল ফকিরের ছেলে মোঃ মুন্না ফকিরের সাথে একই গ্রামের জাহেদা বেগম,মোঃ জিহাদ মৃধা ও পল্টু মৃধার ঝগড়া হয়। তারই রেশ ধরে ২৫ মে ২০২৪খ্রিঃ শনিবার বেলা ১১টার দিকে তাদের বাড়ীর পাশে মুন্না ফকিরের কলা বাগানের বেশ কিছু গাছ কর্তন করেন। সরেজমিনে এ প্রতিনিধি গেলে কলা গাছ কর্তনের সত্যতা পান ।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS