বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে “পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩” উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উদযাপনের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উৎসবের উদ্বোধন করেন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামান এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম,সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, সিনিয়র শিক্ষক সোহরাব উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সেকেন্দার আলী আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন,জাহাঙ্গীর হোসেন প্রমুখ ।

৮৯ বার ভিউ হয়েছে
0Shares