শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়ায় ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়ায় ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর  : মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ায় ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন উদ্বোধন কালে বলেন,মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায় জ¦রাজীর্ণ সড়কটির কাজ শুরু করতে পেরে আনন্দ অনুভব করছি। কয়েকদিনের মধ্যেই এই সড়কটি চলাচলের উপযোগী করে গড়ে তোলার লক্ষে এখানে ড্রেন সহ সড়ক নির্মাণে কাজ শুরু করলাম। আগামী এক মাসের মধ্যে পাশে যে সড়কটি রয়েছে সেটিও মেরামতে কাজ করা হবে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, এই সড়কটিতে পানি জমে থাকতো, এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সড়কটির দ্রত নির্মাণ কাজ করা হবে। পৌর মেয়র তার বক্তব্যে আরো বলেন, দীর্ঘদিন পর পৌর এলাকার উন্নয়ন শুরু হয়েছে। এই উন্নয়ন কর্মকান্ডে মেহেরপুর পৌর এলাকার কোন কাজই বাকি থাকবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছ থেকে দোয়া কামনা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, আতাউর রহমান,নকিম উদ্দিন প্রমুখ। ৩৭ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার ১৭৫ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এর আগে পৌর মেয়র ওই এলাকায় এসে পৌঁছালে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

১৩৯ বার ভিউ হয়েছে
0Shares