শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন দপ্তর সম্পাদক সমরেস মন্ডল মানিক, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ হুমায়ুন কবির শাওন, চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. সহরাব হোসেন। সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান শিপন। এ ছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আব্দুল হাদী,জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান,মোঃ কুতুবউদ্দিন,বাবুল হোসেন,জান মোহাম্মদ মিন্টু,নজরুল ইসলাম,সিরাজুল ইসলাম,কামরুল ইসলাম, মামলত হোসেন প্রমুখ। জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন এর সঞ্চালনা করেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক কেতাব আলী। জেলা জাতীয় পার্টির এ সম্মেলনে মেহেরপুর জেলা,উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১১০ বার ভিউ হয়েছে
0Shares