বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধামইরহাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে একটি র‌্যালী উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সহকারী কমিশনার ভূমি জেসমিন আকতারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, স্বাগত বক্তা উপজেলা কৃর্ষি অফিসার তৌফিক আল জুবায়ের, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, বিসিআইসি সার ডিলার কামরুজ্জামান, প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে ২০০ জন কৃষকের মাঝে নাসিক এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন ১ কেজি পেয়াজের বীজ, ২০ কেজি এমওপি (পটাশ) ২০ কেজি করে ডিএপি ও ২ প্যাকেট করে কীটনাশক প্রদান করা হয়।

৮৫ বার ভিউ হয়েছে
0Shares