বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে ৪২ জন জটিল রোগীদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

ধামইরহাটে ৪২ জন জটিল রোগীদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৫ মে দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২ জন জটিল রোগীর প্রত্যেককে ৪০ থেকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানে চেক তুলে দেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার উপকারভোগী ও উপস্থিত সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন, যাতে করে তিনি জনগনের পাশে থেকে আরও বেশি বেশি সহায়তা প্রদান করতে পারেন। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃর্ষি অফিসার তৌফিক আল জুবায়ের, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

১০০ বার ভিউ হয়েছে
0Shares