বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় শিক্ষার্থীদের জমানো টিফিনের টাকায় শীত বস্ত্র বিতরণ

নওগাঁয় শিক্ষার্থীদের জমানো টিফিনের টাকায় শীত বস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ক্যামব্রীজ মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীদের জমানো টিফিনের টাকা দিয়ে অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার  বিকালে  নওগাঁ শহরের ক্যামব্রীজ মাল্টিমিডিয়া স্কুল মাঠে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হেল্ফ ফুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩৫০ জন গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন ক্যামব্রীজ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান মোঃ নাজিম উদ্দীন, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সুমন সহ হেল্ফ ফুল ফাউন্ডেশনের সভাপতি মোঃ অনিক হাসান, সহ সভাপতি মোঃ আশিকুর আওয়াল,সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক সাজিত তালুকদার, অর্থ সম্পাদক ফারদিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক তাহরিম আল তামিম, প্রচার সম্পাদক রেদোয়ান হোসেন রিয়াদ সহ সকল সদস্যবৃন্দ। শীত বস্ত্র নিতে আসা ষাটার্ধ এক বৃদ্ধা বলেন এমন ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কম্বল পেয়ে আমি খুব খুশি দোয়া করি তারা আরো ভালো কিছু করুক। হেল্ফফুল ফাউন্ডেশনের সভাপতি অনিক হাসান বলেন আমরা কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে এই সংগঠনটি দাঁড় করিয়েছি আমাদের আয়ের উৎস পরিবার হতে দেওয়া টিফিন অথবা অানুষাঙ্গিক কেনাকাটা হতে টাকা বাঁচিয়ে একত্রিত করি। আমাদের স্বপ্ন এই ফাউন্ডেশন আরও বৃহৎ পরিসরে করার, আমদের সকলের ইচ্ছে আমাদের সাধ্যমত গরীব অসহায় তথা আর্তমানবতার সেবায় পাশে থাকার চেষ্টা করবো। ক্যামব্রীজ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন বলেন এমন একটি উদ্যোগে আমি সত্যিই আনন্দিত কারণ এই বয়সে তাদের মতো আরও অনেক শিক্ষার্থী রয়েছে যারা হাতে টাকা পেলে অন্য দিকে ব্যয় করে কিন্তু এরা তা নাকরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমি মনে করি শিক্ষার্থীদের মাঝে এটি একটা দৃষ্টান্ত।

৪২ বার ভিউ হয়েছে
0Shares