সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে নালা বন্ধ করে মাটি ভরাটের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

নাচোলে নালা বন্ধ করে মাটি ভরাটের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নালা বন্ধ করে মাটি ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ভ্রমমান আদালতে জেল-জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সহকারী কমিশনার(ভূমি) অফিসসূত্রে জানাগেছে, বর্ষকালে নাচোল গরুর হাটের পূর্বপাশে বেশ কয়েকটি গ্রামের পানি ওই নালা বেয়ে আড্ডা-আমনুরা সড়কের উপর নির্মীত ব্রীজ দিয়ে পূর্ব দিকের নীচু এলাকায় পানি চলে যায়। কিন্তু হঠাৎ করে একজন প্রভাবশালী লোক ওই নীচু এলাকার নালাটি রিক মেশিন দিয়ে মাটি ভরাট করার চেষ্টা করে। ফলে নাচোল গরুর হাট ও পাঠশালা স্কুল এন্ড কলেজ প্রবেশের রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। স্থানীয়রা খবর দিলে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নালা ভরাটকারী নাচোল পৌর এলাকার মাক্তাপুর গ্রামের আব্দুস সামাদকে নালা বন্ধ করে মাটি ভরাটের অপরাধে দু’লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares