মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে আমন আবাদে ব্যস্ত কৃষক

নাচোলে আমন আবাদে ব্যস্ত কৃষক

নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলের কৃষকরা সেচ সংকটের মধ্যেই আমন আবাদে নেমেছে কৃষকরা। সামান্য বৃষ্টির, গভীর ও অগভীর নলকুপের পানিতেই রোপা আমন আবাদে ব্যস্ত সময় পার করেছে। আষাঢ় মাসের শেষের দিকের সামান্য বৃষ্টির পানি জমিতে ধরে লাখতে না পারায় ২৫%কৃষকে আমনের জমি প্রস্তুত করতে গিয়ে বাধ্য হয়েই বরেন্দ্র অঞ্চলের গভীর ও অগভীর নলকুপের পানি সেচ দিয়েই আমনের জমি প্রস্তুত করতে হচ্ছে। এতে করে আমনের আবাদ খরচ বেড়ে যাচ্ছে। এবছর একই সময়ে বরেন্দ্র অঞ্চলে আমনের আবাদ শুরু হওয়ায় শ্রমীক সংকটও মোকাবেলা করতে হচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক জিলানী, ভোলার মোড় গ্রামের ইসমাইল হোসেন, নেজামপুর ইউপির কামার জগদইল গ্রামের কৃষক আজম আলী, ফতেপুর ইউপির মির্জাপুর গ্রামের টুনা মেম্বার জানান, এবছর এক বিঘা জমিতে চাষ খরচ ২হাজার, জমিতে বীজচারা রোপনে শ্রমিকের মজুরী ২হাজার ২শ’, রাসায়নিক সারের মূল্য ১হাজার ৮শ’ টাকা খরচ হয়েছে। পুরো মৌসুমে আমন ক্ষেতে বিঘা প্রতি সেচ ও সার বাবাদ আরও অন্তত ৩ হাজার টাকা খরচ হতে পারে।

এদিকে উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, চলতি আমন মৌসুমে নাচোলে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২হাজার, ২৩৫ হেক্টোর। স্থানীয় জাতের বাছা পারিজা, স্বর্ণা-৫১, ব্রী-৪৯, ৭১, ৭৫, ৮৭, ৯০, ৯৩, ৯৪, ৯৫, বীনা-২১ ও ২২ এবং হাইব্রীড অ্যারাইজএজেড জাতের আবাদ হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তথ্যমতে চলতি মৌসুমে ১৮ জুলাই পর্যন্ত উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টোর জমিতে আমন আবাদ সম্পন্ন হয়েছে। তবে কৃষকদেরকে গভীর ও ব্যক্তি মালিকানায় অগভীর নলকুপের সেচ দিয়ে আমন আবাদ করতে বেশ বেগ পেতে হচ্ছে। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, ভূগর্ভস্থ পানির লেয়ার দিনি নীচে নেমে যাওয়ার ফলে গভীর নলকুপে চাহিদার তুলনায় কম পানি উঠছে। তাই গভীর নলকুপের(ডিপের)অপারেটরদের সাথে প্রতিদিন কৃষকদের ঝামেলা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে।

১৬০ বার ভিউ হয়েছে
0Shares