সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাচোলে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমূখর পরিবেশে ও জমকালো আয়োাজনের মধ্যদিয়ে দেশের ঐতিহ্যবাহী ও গণমানুষের মূখপত্র দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার রাতে পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে এস,এন,এস ক্যাফেতে ইত্তেফাকের নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিমের সভাপতিত্বে কেক কর্তন, সুধী সমাবেশ ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুন নূর, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, মানবাধিকার নাচোল উপজেলা শাখার সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেট, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ,নাচোল উপজেলা প্রেসক্লবের সভাপতি-আব্দুস সাত্তার, সাধারনসম্পাদক-সহিদুল ইসলাম,সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি-নুরুল ইসলাম বাবু,নাচোল প্রেসক্লবের সভাপতি-অলিউল হক ডলার, নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি- ইব্রাহীম বাবু, শাকিল রেজা, মনিরল ইসলাম, মোহাম্মদ আলীসহ স্কুল শিক্ষক মিলন হোসাইন, ডাসকো কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

অতিথিরা দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্যবাহী এই পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করেন।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares