বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার 

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার 

পটুয়াখালী প্রতিনিধি   ;:  পটুয়াখালীর দশমিনায় বাতরুম থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকাল রাড়ে ৩টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরেফাতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মো. আব্দুর রব হোসেন ডালির ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে আবদুর গফ্ফার মাস্টারের মেয়ে জামাই।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জান যায়, গত বছর বগুড়া ক্যান্টলমেন্ট থেকে এলপিআরে আসে আসেন মো. আনোয়ার হোসেন। অবসর এসে দশমিনায় ডাব নারিকেল এর ব্যবসা করে আসছেন। ডাবে ব্যবসায় লোকসান হওয়ায় গত তিন মাস যাবৎ  বিভিন্ন মাসুষের কাছ থেকে দান দেনা  করে ঢাকায় চলে জান। গত ২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। রবিবার দুপুরে সকলের অগোচরে নিজের পাকা ভবনের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
পরে এলাকার লোকজন এসে ঘর ও বাথরুমের দড়জা ভেঙ্গে বাথরুম জুলন্ত রয়েছে দেখতে পায়। পরে দশমিনা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেন।
নিহতের স্ত্রী মোসা. সাহিমা  জানান, চাকরি থেকে  অবসরে আসার পর থেকে ডাবের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসার হওয়ায় ঢাকায় চলে যান তিনি। তিন মাস ঢাকায় বসবাস করে গত বৃহস্পতিবার বাড়িতে আসেন। শনিবার রাতে সংগ্রাম অফিসের লোক এসে ঋনের কিস্তির জন্য বিভিন্ন কথা শুনায়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেন। সকালে আমি শাখ তুলতে যাই এসে বাসায় না দেখে খোজ করি। পরে দেখি আমদের পরিত্যাক্ত বাসার রুম আটকানো লোকজন ডেকে দড়জা ভেঙ্গে দেখি মাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম  বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানাযাবে।
২৫ বার ভিউ হয়েছে
0Shares