মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরের মধ্যপাড়ায় খাতুনে জান্নাত আদর্শ   মহিলা মাদ্রাসায়  সবক প্রদান ও দোয়া মাহফিল 

পার্বতীপুরের মধ্যপাড়ায় খাতুনে জান্নাত আদর্শ   মহিলা মাদ্রাসায়  সবক প্রদান ও দোয়া মাহফিল 

খন্দকার সুদীপ্ত রহমান # দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল খ্যাত মধ্যপাড়ার সন্নিকটে বেলঘাট সুলতানপুরে অবস্থিত খাতুনে জান্নাত আদর্শ  মহিলা ক্বওমী মাদরাসার নিজস্ব  মিলনায়তনে  গত ২৮ এর্প্রিল রবিবার দুপুর ১২ ঘটিকায় সংশ্লিষ্ট মাদরাসার  কোরআন মাজীদের ১০ জন এবং কিতাবের ৪২ জন কে  কিতাব বিভাগের ছাত্রীদের জামাতে ইয়াজ দহম হতে হাশতম পর্যন্ত সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলা  হিলি মাদরাসার ওস্তাদে মুহতারাম বিশিষ্ট ওয়ায়েজ হযরত মাওলানা রুহুল আমীন সাহেব এবং হাফেজ মাওলানা মুফতি  শাফায়তুল্যাহ সাহেব।   বিশিষ্ট টিভি আলোচক ইসলামি বক্তা  মাওলানা মোহাম্মদ  আবু জাফর এম এ মাতিন সাহেব দিনাজপুরী   নাদওয়াতুল ওলামা সিদ্দিকিয়া কানাহার ক্বওমী মাদরাসার মহতামিম আবু মুসা  মুহাম্মদ হুজুর কানাহার মাদ্রাসার মুফতি নজিবুল্লাহ  সাহেব।   নবাবগঞ্জ শালবাগান মাদ্রাসার মিস্টিভাষী মুহতামিম  মুফতী এহসান  উল্লাহ  খয়েরপুকুর হাট মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি মোফাজ্জল হোসেন  ভাদুরী বাজার ইসহাকিয়া মাদ্রাসার মুহতামিম  মুফতি আলমগীর হোসাইন  মধ্যপাড়া পাকুড়িয়া মাজার শরীফ মাদ্রাসার শিক্ষক  মহোদয়গন সহ স্হানীয় অন্যান্য ওলামায়ে কেরামগন  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং  উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন ।  মহিলা মাদ্রাসাটিতে মোট ১০৩ জন ছাত্রী ভর্তি রয়েছে। তন্মধ্যে  আবাসিক ৭৬ জন এবং ২৭ জন অনাবাসিক বলে জানিয়েছেন প্রধান পৃষ্ঠপোষক ইয়াদ আলী মাষ্টার।
৯৬ বার ভিউ হয়েছে
0Shares