রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তমিজউদ্দিন রিজভী ছিলেন একজন আলোকিত মানুষ

তমিজউদ্দিন রিজভী ছিলেন একজন আলোকিত মানুষ

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের একসময়কার শক্তিমান চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক বীরমুক্তিওযোদ্ধা তমিজউদ্দিন রিজভী স্মরণে ৩০ মে সোমবার বাদ আছর থিয়েটার নারায়ণগঞ্জ এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের গ্রাউন্ড ফ্লোরে থিয়েটার নারায়ণগঞ্জ’র সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বোরহানউদ্দিন রনি,এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি সালাম যুবায়ের,জনেজন নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বুলু,সানোয়ার তালুকদার,সৃস্টি গ্রæপ থিয়েটারের প্রতিষ্ঠাতা এম আর হায়দার রানা,জেলা নাট্যকর্মী জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম রেজা,নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম,শাহ আলম ভূইয়াসহ অন্যান্য নাট্যশৈলীবৃন্দ। দোয়াপূর্বক অনুষ্ঠানে মরহুমের জীবদ্দশার উপর স্মৃতিচারণ করা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন,তমিজউদ্দিন রিজভী ছিলেন একজন আলোকিত মানুষ। তাদের পদচারনায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন সমুজ্জল ছিল। তাঁর মতো বোদ্ধার অকাল প্রয়ান গোটা নারায়ণগঞ্জবাসীকে ব্যাথিত করেছে। গুণী পরিচালক তমিজউদ্দিন রিজভী’র এতো দ্রæত চলে যাওয়াটা কাম্য নয়। গুণী পরিচালক তমিজউদ্দিন রিজভী’র মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন আজ অভিভাবকহীন। পরিশেষে তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

৪৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS