পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
৫ Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় চৌরাট-শিবপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খাঁন (জোহা)।
সামসুজ্জোহা (মামুন) এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, থানা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক সিরি, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক মাটিন্দর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মজিদ, ফয়সাল শেখ, বিএনপি নেতা আতাউর রহমান বেনু, থানা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম সেফা, থানা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বাজিদ রায়হান শাহিন, নজিপুর পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর, যুব নেতা শাহির হোসেন সিপু প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি তহিদুর রহমান (স্বপন), সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের নাম ঘোষণা করা হয়।