রংপুর সিটি কর্পোরেশনে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত 

রংপুর সিটি কর্পোরেশনে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত 
স্টাফ রির্পোটার ॥  রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম রংপুরের সহযোগিতায় প্রাক-বাজেট আলোচনা সভা-২০২২ইং গতকাল সোমবার রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, প্যানেল মেয়র ফরিদা বেগম, রাজস্ব কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতেমা, নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনিচুজ্জামান, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, মহিলা কাউন্সিলর হাসনা বানু, মনোয়ারা সুলতানা মলি, রংপুর সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আহমদ, রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা, এম এন্ড ই অফিসার আব্দুল্লাহ আল তারিকসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ট্রেইনার সালমা আজাদ এর সঞ্চালনায় প্রেক্ষাপট ও ইউডিপি দরিদ্র জনবসতি জরিপ কার্যক্রম, শহরের প্রধান সমস্যা চিহ্নিতকরন, বিগত বছরের পরিসংখ্যান, শহরের নিম্ন আয়ের কমিউনিটির প্রধান সমস্যা সমূহ এবং সমাধানের উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রাক-বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সিডিও নেত্রীবৃন্দ।
৩১ বার ভিউ হয়েছে
0Shares