রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপাহারে বিরল প্রজাতির ইউরেশীয়ান কুট পরিযায়ী পাখি উদ্ধার ও অবমুক্ত

সাপাহারে বিরল প্রজাতির ইউরেশীয়ান কুট পরিযায়ী পাখি উদ্ধার ও অবমুক্ত

৭১ Views

তছলিম উদ্দীন,সসাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকার পুকুর হতে একটি বিরল প্রজাতির ইউরেশীয়ান কুট পরিযায়ী পাখি দুষ্ট ছেলেদের নিকট হতে উদ্ধার করা হয়েছে। জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যরা পাখিটি উদ্ধার করে।
জানা গেছে রবিবার সকালে সীমান্তের বামনপাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি পুকুরের ধারে জড়ো সড়ো আহত অবস্থায় ইউরেশীয়ান কুট পাখিকে বসে থাকতে দেখে ওই গ্রামের একদল দুষ্টপ্রকৃতির ছেলে পাখিটিকে ধরে পায়ে দড়ি বেধে বিক্রির উদ্দেশ্যে এলাকায় ঘুরে বেড়ায়। সংবাদ পেয়ে জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সদস্য ও স্থানীয় চকচন্ডী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম আহত পাখিটিকে তাদের হাত থেকে উদ্ধার করে সংস্থাকে জানায়। এর পর জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান সংগঠনের ছেলেদেরকে নিয়ে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের পরামর্শে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দুপুর ২টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে আসে। এর পর নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর পরামর্শে সংস্থার লোকজন পাখিটিকে জবই বিলের ডুমরইল অংশে মৎস্যচাষীদের উপস্থিতিতে মৎস্য অভয়আশ্রমে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান যে, পাখিটি খুবই দুর্বল প্রকৃতির পরিযায়ী পাখি এরা মুলত জলচর প্রাণী উপযুক্ত পরিবেশ পেলে বিলে এর বংশবৃদ্ধি বা সংখ্য আরোও বাড়বে। সাধারণত ইউরেশীয়ান কুট ইউরোপ, এশিয়া. অষ্ট্রেলিয়া এবং আফ্রিকায় বসবাস এবং বংশ বৃদ্ধি করে থাকে।

Share This