শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্দরে ২১গৃহহীণ পেলে প্রধানমন্ত্রী’র উপহার সেমিপাকা ঘর ও জমি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্দরে ২১গৃহহীণ পেলে প্রধানমন্ত্রী’র উপহার সেমিপাকা ঘর ও জমি

নিজস্ব প্রতিনিধিঃ বন্দরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ জন ভূমি ও গৃহহীনের মাঝে ঘরের চাবি প্রদান করা হয়। এসব ঘরের চাবি ও দলিল গৃহহীনদের মাঝে তুলে দেন। বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ। উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ-খুদার সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্ম কর্তা আবু জাফর জিপুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা,উপজেলা সহকারি কমিশণার (ভূমি) ফাতেমাতুজ্জোহরা,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ,মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহারুল ইসলাম,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন মিয়া,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কামাল হোসেন ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দুর্বার। সকালে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রজেক্টরের সাহায্যে সরাসরি লাইভ অনুষ্ঠান প্রচার করা হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদগণ প্রধাণমন্ত্রী বক্তব্য ও উপকারভোগীদের নানা অভিমত শ্রবণ করেন।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS