শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে যুবক দগ্ধ

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে যুবক দগ্ধ

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকায় বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদে গিয়ে রুপন রায় (২০) এক যুবক বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়েছে। শনিবার দুপুরে ওই যুবকের শরীরের ৮০শতাংশ পুড়ে গেছে। রুপন বিরিশিরি এলাকার বিচিত্রা গেস্ট হাউজের কর্মচারী। সে ওই এলাকার রিপন রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রুপনের সহকর্মী অনন্ত জানায়, দুপুরের দিকে ছাদের পানির ট্যাংকি থেকে হঠাৎ পানি পড়ছিল। পাইপ লাইন ছিদ্র হয়েছে কিনা তা দেখতে ছাদে যায় রুপন। হঠাৎ বিকট শব্দ শুনে সহকর্মীরা দ্রæতছাঁদে গিয়ে দেখতে পায় রুপন ছাঁদের মেঝেতে পড়ে আছে। এ দৃশ্য দেখে ডাক চিৎকার করলে সবাই এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে গেষ্ট হাউজের বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে বিদ্যুৎ এর উচ্চ ক্ষমতা সম্পন্ন তার গেছে। ওই তারে পানির পাইপ লেগে বিদ্যুতায়িত হয়ে শরীর পুড়ে যেতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সালভিয়া জানান, ছেলেটির শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

৫০ বার ভিউ হয়েছে
0Shares