শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরের দুলাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ করেছে ১২ ইউপি সদস্য

সুজানগরের দুলাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ করেছে ১২ ইউপি সদস্য

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহানের বিরুদ্ধে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে অর্থ আত্মসাত সহ একাধিক অভিযোগ করেছেন ১২ জন ইউপি সদস্য। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ট্যাক্সের ৭ লাখ টাকা, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ পত্র, ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ এবং ইউপি সদস্যদের সাথে আলোচনা না করে ইচ্ছে মত বিভিন্ন প্রকল্পের কমিটি করে টাকা উত্তোলন করে থাকেন বলে অভিযোগ দায়ের করা হয়। ইউপি সদস্যদের ১৫ মাসের সম্মানী ভাতা থেকে বঞ্চিত করে রেখেছেন। ইউপি সদস্যরা সম্মানী চাইলেই চেয়ারম্যান বলেন, পরিষদের ব্যাংক একাউন্টে টাকা নেই। ইউপি সদস্যরা আরো জানান, চেয়ারম্যানের টাকা আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলছে। নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেওয়া হলো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান ,এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে কিছু কুচক্র মহল তাদের কে উস্কানি দিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পর্যায়ে রয়েছে।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS