বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ছাত্রদল সম্পাদক কর্তৃক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার  প্রতিবাদে ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ছাত্রদল সম্পাদক কর্তৃক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার  প্রতিবাদে ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের হামলার প্রতিবাদে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে ৩০ মে বিকেল ৪ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, পৌর আওয়ামীলীগের সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু উপস্থিত ছিলেন।

১৪১ বার ভিউ হয়েছে
0Shares