বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

ধামইরহাটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ধামইরহাটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ডাকে বিভাগীয় পর্যায়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রবিবার বেলা ১১ টায় ধামইরহাট দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুলতান দেওয়ান এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম শামীমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল আহমেদ। প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মানিক হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু তাহের। সভায় বক্তাগণ আগামী ২৪ বগুড়ায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও পর্যাপ্ত সংখ্যক উপস্থিতির আশাবাদ ব্যক্ত করেন।

২৩ বার ভিউ হয়েছে
0Shares