বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে মৎস্য দপ্তরের উদ্যোগে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

ধামইরহাটে মৎস্য দপ্তরের উদ্যোগে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ২৯ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ। রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৫ জন জেলেকে প্রত্যেককে চারটি করে ছাগল দেয়া হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares