শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সকল ধর্ম বর্ণের অনন্য স¤প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সকল ধর্ম বর্ণের অনন্য স¤প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রের সকলেই সমান সুযোগ লাভ করবেন। ধর্মের ভিত্তিতে কাউকে অধিক সুযোগ-সুবিধা দেওয়া বা বঞ্চিত করা হবে না। শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্ম, সকল শ্রেণি, সকল বর্ণের মানুষের জন্য সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। তিনি মনে করেন এটা বাঙালিদের রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে সবাই সমঅধিকারসম্পন্ন নাগরিক হিসেবে তার অধিকার ভোগ করবেন। তাই সকল ধর্ম বর্ণের অনন্য স¤প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ডহচি শ্রীশ্রী জগন্নাথ মন্দির (ইসকন) এর আয়োজনে ভাগবতীয় আলোচনা, ভজন কীর্ত্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, মোহাম্মপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS