শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মাগফেরাত ও দোয়া কামনা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী মো: ফজলে এলাহী সভাপতির বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম না হলো আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধুর আর্দশে মুক্তি যোদ্ধারা জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায এসে তার পিতার সোনার বাংলা স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্য বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ চালিয়ে যাচ্ছেন। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর।

১৬ বার ভিউ হয়েছে
0Shares