মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরি

আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালক এখলাস হোসেনের টিভিএস আরটিআর মোটরসাইকেল চুরি যায়। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে এ চুরির ঘটনা ঘটে। এর আগের দিন গত বুধবার (৩ এপ্রিল) বিকেলে আদমদীঘির নশরতপুর বড়বড়িয়া গ্রামে হরিবাসর শুনতে গিয়ে ক্ষুদ্র ব্যাবসায়ী জগন্নাথ মহন্তের বাজাজ সিটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মোটরসাইকেল মালিকদের মাঝে।
ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালক এখলাস হোসেন জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রাম থেকে তার ব্যবহৃত বগুড়া-ল- ১২-১৮৮৭ নম্বরের আরটিআর ১৫০সিসি ব্লু রংয়ের মোটরসাইকেলটি নিয়ে ছাতিয়ানগ্রাম বাজারে অফিসের সামনে মোটরসাইকেলটি রেখে ওই ব্যাংক এজেন্ট শাখা অফিসে যান। রাত ৮টার দিকে মোটরসাইকেলটি নিতে গিয়ে দেখেন উক্ত স্থানে মোটরসাইকেলটি নেই। কেবা কারা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares