বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কাহালুতে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত

কাহালুতে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের অপচেষ্টায় বিভিন্ন হামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হয়রানীর প্রতিবাদে শনিবার সকালে কাহালু প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য কাহালু সদর ইউনিয়নের মহরাবানী গ্রামের আজিজার রহমানের পুত্র মতিউর রহমান।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন, আমার বাবা আজিজার রহমান গত ১৮ ডিসেম্বর/৯৩ইং তারিখের ৮৭২৪ নং দলিল মূলে ও গত ২৫ জুলাই/৯৫ইং তারিখের ৬৫২৫ নং দলিল মুলে জমি ক্রয় করে ভোগ দখল করতে থাকেন। আমার বাবা সহজ সরল হওয়ায় অভিযুক্ত জাবেদ আলী গং ২০১০ সালে বাবাকে ভূল বুঝিয়ে দখল সাবেক ১৪১৫,হাল ২৭৯৮ দাগের জমি থেকে উচ্ছেদ দিয়ে জোর দখল করে আসছে। উক্ত সম্পত্তি সর্বশেষ জরিপে আমার বাবার নামে ৪৮৪ ও ১১৬৭ খতিয়ানে রেকর্ড ভূক্ত হয়। অথচ তারা তাদের অসৎ উদেশ্য হাসিলের জন্য আমাদের সম্পত্তি অবৈধ ভাবে জবর দখল ধরে রাখতে,নারীর মূল্যবান সম্পদ গৃহবধুর সম্ভ্রমকে ব্যবহার করে গত ৮ সেপ্টেম্বর/২২ইং তারিখে কাহালু থানায় ধর্ষণের চেষ্টা মিথ্য অভিযোগ করেন। কাহালু থানা মামলাটি গ্রহন না করলে তারা গত ১৪ সেপ্টেম্বর/২২ইং তারিখে জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত (২) একটি মামলা করেন। মামলা নং ৩৪১পি/২০২২, নৈতিক চরিত্রের কতটা অধঃপতন হলে মানুষ এহেন কৌশল অবলম্বন করেন এটি আপনাদের নিকট আমার প্রশ্ন ? শুধু তাইনা কবলা দলিল,রেকর্ড-পত্রসহ সকল কাগজ-পত্র থাকা সত্বেও আমাদের জায়গার কলা গাছ কর্তন করে তারা,আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। এই জায়গা নিয়ে ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ এবং কাহালু থানায় কয়েক দফা বৈঠক হলে তার কোন সমাধান সম্ভব হয়নি। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনসহ সকল মহলের দৃষ্টি আকর্ষন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে মতিউর রহমানের বাবা আজিজার রহমান, ভাই ইউসুফ আলী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS