সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগেরহাটে প্রকল্প অবহিতকরণ সভা অবস্থিত

বাগেরহাটে প্রকল্প অবহিতকরণ সভা অবস্থিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ও তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদেও অধিকার নিশ্চিতকরন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদও উপজেলা পরিষদেও হলরুমে কর্মজীবী নারী এর আয়োজনে এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় অন্যন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর প্রজেক্ট কো:অর্ডিনেটর দেওয়ান আব্দুস সাফি, প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ,ফিল্ড অর্গানাইজার রাজিব কুমার সাহা এবং বাগেরহাটে অবস্থিত বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে যে সকল কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রকল্প অবহিতকরণসভা, গবেষণা করা ও তার ফলাফল নিয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা, নারী শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ২৫০ জন নারী শ্রমিকদের নিয়ে গ্রুপ মিটিং কর, ১০০ জন পুরুষ শ্রমিকদের জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কারখানায় মধ্যম সারির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী নেটওয়াার্কিং দিবস উদযাপন র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হবে।

৪২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS